শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫০ অপরাহ্ন

খিলক্ষেতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

খিলক্ষেতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

স্বদেশ ডেস্ক:

রাজধানীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে খিলক্ষেতের স্বদেশ প্রোপার্টি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু (৩৪)।  র‌্যাবের দাবি, মিন্টু কুখ্যাত মাদক ও অস্ত্র ব্যবসায়ী।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এসব কথা জানিয়েছেন।

তিনি জানান, খিলক্ষেতের স্বদেশ প্রোপার্টি এলাকায় একদল মাদক ও অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে র‌্যাব-১–এর বন্দুকযুদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এ সময় র‌্যাবের একজন সদস্য আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুটি শটগান, ১০টি কার্তুজ ও বিপুল সংখ্যক ইয়াবা উদ্ধার করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877