স্পোটর্স ডেস্ক:
টেস্ট ক্রিকেটে ‘রানের পাহাড়’ শব্দটা বেশি ব্যবহারের ফলে অনেকটাই গুরুত্ব হারিয়েছে। যদিও প্রকৃত ‘পাহাড়’ কমেই দেখা যায়। তবে মাউন্ট মাউঙ্গানুইয়ের বে ওভাল স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে যেন সেই আবার ‘পাহাড়’ গড়ে দেখাল স্বাগতিক নিউজিল্যান্ড। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৩৫৩ রানের জবাবে স্বাগতিকরা ইনিংস ঘোষণা করেছে ৬১৫ রানে।
নিউজিল্যান্ডের হয়ে ডাবল সেঞ্চুরি করে বিজে ওয়াল্টিং। ৪৭৩ বলে তার ২০৫ রানে ইনিংসটির পাশাপাশি সেঞ্চুরি পেয়েছেন মিচেল স্যান্টনার। তিনি করেছেন ১২৬ রান।
২৬২ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষ সেশনে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেছে ইংল্যান্ড। এখন পর্যন্ত সংগ্রহ কোন উইকেট না হারিয়ে ২৬ রান।
ইংল্যান্ড দ্রুত গুটিয়ে না গেলে এই টেস্টে ফলাফল হওয়ার সম্ভাবনা কম। এর জন্য অবশ্য ইংল্যান্ডকে আজকের বাকি সময় ছাড়াও পঞ্চম দিন পুরোটা ব্যাটিং করতে হবে। ২৬২ রান টপকে নিউজিল্যান্ডের সামনে লিড দাড় করাতে হবে। অথবা কালকের পুরো দিন ব্যাটিং করে কাটিয়ে দিয়ে ম্যাচ ড্র করতে হবে।