রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন

রোববার ঢাকায় সমাবেশ করবে বিএনপি

রোববার ঢাকায় সমাবেশ করবে বিএনপি

স্বদেশ ডেস্ক:

দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে রোববার ঢাকায় সমাবেশ করবে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে অথবা জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ২টায় বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা ইতোমধ্যে পুলিশের কাছে আবেদন করেছি- উল্লিখিত দুটি স্থানের মধ্যে যেকোনো একটিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। দলের পক্ষ থেকে আমি এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য জনগণসহ দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877