সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

১২ বছরের কিশোরও অভিযুক্ত

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯

স্বদেশ ডেস্ক:

হংকংয়ে চলমান চীনবিরোধী আন্দোলনে এমনকি ১২ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। তার নাম প্রকাশ করা হয়নি। অক্টোবরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিবিসি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন, ‘আমি না থাকলে ১৪ মিনিটেই হংকং ধ্বংস করে দিত চীনের সেনাবাহিনী।’ কয়েক মাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভের ফলে হংকংয়ে অস্থিরতা বিরাজ করছে। তবে চীনা নিয়ন্ত্রণাধীন আধা স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়ে।

গত কিছুদিন ধরে দফায় দফায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটছে। আন্দোলনকারীদের অভিযোগ, বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগ করছে পুলিশ। আটক কিশোরের বিরুদ্ধে পুলিশ স্টেশনে স্প্রে করার অভিযোগ আনা হয়েছে। আগামী মাসে তার শাস্তি হবে।

জুন থেকে এখন পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে অনেকের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। তবে সাজা পাওয়ার মধ্যে এই কিশোরই প্রথম হতে যাচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ