রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বেচ্ছাসেবক লীগের র‌্যালি থেকে ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় চরম তাপপ্রবাহ আসন্ন বিপদের ইঙ্গিত দ্বিতীয় ধাপে কোটিপতি প্রার্থী বেড়েছে ৩ গুণ, ঋণগ্রস্ত এক-চতুর্থাংশ: টিআইবি সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার শহীদ ২ দিনের রিমান্ডে ‘গ্লোবাল ডিসরাপ্টর্স’ তালিকায় দীপিকা, স্ত্রীর সাফল্যে উচ্ছ্বসিত রণবীর খরচ বাঁচাতে গিয়ে দেশের ক্ষতি করবেন না: প্রধানমন্ত্রী জেরুসালেম-রিয়াদের মধ্যে স্বাভাবিককরণ চুক্তির মধ্যস্থতায় সৌদি বাইডেনের সহযোগী ‘ইসরাইলকে ফিলিস্তিন থেকে বের করে দাও’ এসএমই মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে!
চোরাই মোবাইল ‘গায়েবে’র ঘটনায় এএসআইকে রিমান্ডে নেয়ার আবেদন

চোরাই মোবাইল ‘গায়েবে’র ঘটনায় এএসআইকে রিমান্ডে নেয়ার আবেদন

স্বদেশ ডেস্ক:

সিলেটে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা বিপুল সংখ্যক মোবাইল ফোন সেট ‘গায়েবে’র ঘটনায় আটক পুলিশের এ এস আই জাহাঙ্গীর হোসেনসহ চারজনকে ৫ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানিয়েছে পুলিশ।

জাহাঙ্গীর হোসেন (৩৪) সিলেট মেট্রোপলিটন পুলিশের ভূমি শাখায় কর্মরত। অন্য তিনজন হচ্ছে-মোশারফ হোসেন খান (৩৮), ফারুক মিয়া (৩৬) ও জহিরুল ইসলাম সোহাগ (৩৯)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত জাহাঙ্গীর ও তার সহযোগীদেরকে গত বুধবার মহানগর ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মোহাম্মদ জিয়াদুল ইসলামের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত পরবর্তীতে রিমান্ড শুনানীর তারিখ ধার্য্য করেন এবং জাহাঙ্গীরসহ ৪ আসামীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

গত মঙ্গলবার এ চারজনকে পৃথক অভিযানে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২৭৯টি মোবাইল ফোন সেট, দুটি প্রাইভেট কার ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877