শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
লতা মঙ্গেশকরের অবস্থার উন্নতি, শিগগিরই বাসায় ফিরবেন

লতা মঙ্গেশকরের অবস্থার উন্নতি, শিগগিরই বাসায় ফিরবেন

স্বদেশ ডেস্ক:

কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শিগগিরই বাসায় ফিরে যাবেন বলে জানিয়েছেন তার ভাগ্নি রচনা শাহ। বৃহস্পতিবার তিনি বলেছেন, কিংবদন্তীর শারিরীক অবস্থা ভালোর দিকে। খুব শিগগিরই তাকে বাসায় নিয়ে যেতে পারবো বলে আশা করছি।’

পাশাপাশি তিনি গণমাধ্যমের কাছে অনুরোধ করেছেন, প্রতিদিন যেন তাঁর স্বাস্থ্যের খবর জানতে হাসপাতালে ভীর না করেন। এতে তার চিকিৎসকরা সমস্যায় পরেন।

লতার মুখপাত্র অনুশা শ্রীনিবাসন আইয়ার বলেন, ‘লতা দিদির অবস্থা আপাতত ভাল এবং উন্নতিও হচ্ছে। অনুরোধ করছি কোনওরকম ভুয়ো খবর ছড়াবেন না। তার সুস্থ জীবন কামনায় সবাই মিলে প্রার্থনা করবেন।’

লতা মঙ্গেশকরের মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ায় পরিচালক মধুর ভান্ডারকর পৌঁছে যান লতার বাড়ি। পরে তিনি টুইট করে বলেন, ‘পরিবারের সঙ্গে কথা হয়েছে। তিনি (লতা) এখন ভাল আছেন এবং তার অবস্থার উন্নতিও হচ্ছে। আমার অনুরোধ ভুল খবর ছড়াবেন না।’

লতা মঙ্গেশকর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত ১১ নভেম্বর। হঠাৎই শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পিটিআই সূত্রে জানা যায়, শ্বাসকষ্টজনিত কারণে রাত দুটো নাগাদ তাকে নিয়ে আসা হয় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে।

প্রথমদিকে শোনা গিয়েছিল লতা মঙ্গেশকরের অবস্থা সঙ্কটজনক, যদিও পরে পরিবারের তরফে তা অস্বীকার করা হয়। বৃহস্পতিবার বিকেলে, গায়িকার শারীরিক অবস্থা নিয়ে একটি স্টেটমেন্ট দেনন। তাতে লেখা রয়েছে, লতা দিদি এখন স্থিতিশীল। শারীরিক অবস্থার উন্নতিও হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877