শনিবার, ২৪ মে ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

রাসেলকে ছাড়াই প্রোটিয়াদের মুখোমুখি উইন্ডিজ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ জুন, ২০১৯

উইন্ডিজরা নিজেদের তৃতীয় ম্যাচে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এই ম্যাচে আন্দ্রে রাসেল ও এভিন লুইসকে ছাড়াই প্রোটিয়াদের মুখোমুখি হচ্ছে তারা। ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

সাউদাম্পটনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়। বিশ্বকাপের এই আসরে প্রোটিয়াদের শুরুটা হয়েছিল হার দিয়ে। এই হারের বৃত্ত থেকে বের হতে পারেনি। টানা তিন ম্যাচ হারের পর দলটি জয়ের জন্য মরিয়া হয়ে আছে।

এদিকে দুই ম্যাচের একটিতে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ক্যারিবীয়দের। এই ম্যাচে উইন্ডিজরা দুটি পরিবর্তন নিয়ে নেমেছে। আন্দ্রে রাসেল ও এভিন লুইসের পরিবর্তে দলে এসেছে ব্রাভো ও কেমার রোচ।

দক্ষিণ আফ্রিকা একাদশ : ফাফ দু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আন্দিলে ফেলুকওয়ায়ো, কাগিসো রাবাদা ইমরান তাহির, রাসি ফন ডার ডাসেন।

ওয়েস্ট উইন্ডিজ একাদশ : জেসন হোল্ডার (অধিনায়ক), ড্যারন ব্রাভো, কার্লোস ব্র্যাথওয়েট, শেলডন কটরেল, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শেই হোপ (উইকেটরক্ষক), অ্যাশলি নার্স, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), কিমার রোচ, ওশান থমাস।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ