রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ১০:১৯ অপরাহ্ন

অল্পতেই গুটিয়ে গেল পাকিস্তান

অল্পতেই গুটিয়ে গেল পাকিস্তান

স্বদেশ ডেস্ক:

ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ২৪০ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ভালো সূচনা করলেও অস্ট্রেলিয়ার পেসারদের দাপটে তারা বেশি দূর যেতে পারে। শেষ বিকেলে মিচেল স্টার্কের আগুন ঝরা বোলিংয়ে গুটিয়ে যায় তারা ২৪০ রানে।

৭৫ রানের উদ্বোধনী জুটিতে শান মাসুদ (২৭) ও আজহার আলী (৩৯) ভালো শুরু এনে দেন। লাঞ্চের পরপর অজি পেসারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের পেসে ৭৮ রানে হারায় তারা ৪ উইকেট!

শেষ বিকেলে পাকিস্তানকে গুটিয়ে দেন মিচেল স্টার্ক। তবে চা বিরতির পর তৃতীয় ওভারে বিতর্কিত আউটে বিদায় নেন রিজওয়ান। কামিন্সের বলে পেছনে টিম পেইনের গ্লাভসে ধরা পড়েন তিনি। নো বল সন্দেহে থার্ড আম্পায়ারের কাছে রিপ্লের আবেদন করেন মাঠের আম্পায়ার। দেখা যায়, কামিন্সের পায়ের কোনও অংশই বোলিং লাইনের পেছনে নেই। নিশ্চিত নো বল হওয়া সত্ত্বেও আউটের সিদ্ধান্ত বহাল থাকে। ৩৭ রানে রিজওয়ানের এই আউট বিস্মিত করে ধারাভাষ্যকার থেকে শুরু করে ভক্তদের।

স্টার্ক ৪টি ও হ্যাজেলউড ৩ উইকেট নেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877