উয়েফা নেশনস লিগের প্রথম আসরের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে শিরোপা জিতে ইতিহাস গড়লো পর্তুগাল। গতকাল রোববার রাতে পোর্তোয় ১-০ গোলে জিতেছে ফার্নান্দো সান্তোসের দল।
শুরুতে নিজেদের মাঠ পোর্তোয় বল দখলে পিছিয়ে থাকলেও গঞ্জালো গুইদেসের একমাত্র গোলে জয় তুলে নিয়েছে পর্তুগাল।
প্রথমার্ধে খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে পর্তুগালের হয়ে একমাত্র গোলটি করেন গঞ্জালো গুইদেস। বের্নার্দো সিলভার পাসে ডি বক্সের বাইরে থেকেই জোরালো শটে বল জালে জড়ান গুইদেস। তবে বাকি সময়ে কোনো দলই আর গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি।
রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর এই নিয়ে ১০ ম্যাচ খেলে অপরাজিত রইলো পর্তুগাল।