শুক্রবার, ২৩ মে ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে ওয়ালমার্ট স্টোরে গুলিতে নিহত ৩

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

স্বদেশ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ওকলাহোমার ডানকানে ওয়ালমার্টের একটি স্টোরের পার্কিং এলাকা থেকে তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের ধারণা, এক বন্দুকধারী দুইজনকে গুলি করার পর নিজেও আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

গতকাল সোমবার স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমইউএসএ টুডে

ডানকান পুলিশের শীর্ষ কর্মকর্তা ড্যানি ফোর্ড বলেন, ‘সকাল ১০টার দিকে পুলিশের কাছে ফোন আসে। পুলিশ গিয়ে ওয়ালমার্ট স্টোরটির পার্কিংয়ের একটি গাড়ির সামনের সিট থেকে এক নারী  ও এক পুরুষের লাশ উদ্ধার করে। গাড়িটির বাইরে থেকে আরেকটি মৃতদেহ উদ্ধার করা হয়।’

তিনি বলেন, ‘দেখে মনে হচ্ছে, গাড়িটিতে অসংখ্য গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে।

ড্যানি ফোর্ড বলেন, ‘ওয়ালমার্ট স্টোরটির সংশ্লিষ্টরা গুলির ব্যাপারে কোনো কারণ বলছেন না। ধারণা করা হচ্ছে, বন্দুকধারী গাড়িতে থাকা নারী-পুরুষকে গুলি করে নিজেকেও গুলি করেন।‘

তিনি জানান, নিহতদের মধ্যে একজন ওয়ালমার্টের বর্তমান ও আরেকজন সাবেক কর্মী।

অ্যারোন হেল্টন নামে ডানকান নিবাসী অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা বলেন, ‘সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে তিনি ওয়ালমার্টে ছিলেন। পর পর ৯টি গুলির শব্দ শোনার পর তিনি বন্দুক হাতে এক ব্যক্তিকে দেখতে পান। পরে অপর এক ব্যক্তি তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি বন্ধ করতে বলেন।  এরপর বন্দুকধারী নিজের দিকে বন্দুক ঘুরিয়ে নিজেকে গুলি করেন।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ