বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গাজীপুরে পরিবহন শ্রমিকদের মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে পরিবহন শ্রমিকদের মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

স্বদেশ ডেস্ক:

কার্যকর হওয়া সড়ক আইন বাতিলের দাবিতে গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচলে বিঘ্ন ঘটায় শত শত যাত্রী দুর্ভোগে পড়েছেন।

শ্রমিকরা জানান, নতুন কার্যকর হওয়া সড়ক আইন বাতিলের দাবিতে তাদের এই অবরোধ। যতদিন না আইন বাতিল হবে তাদের আন্দোলন চলবে।

এদিকে বাস চলাচল বন্ধ হয়ে পড়ায় বিপাকে পড়েছে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও অফিসগামী শত শত যাত্রী।

যোগাযোগ করা হলে মাওনা হাইওয়ে থানার এসআই আইয়ুব হোসেন জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কথা বিবেচনা করে শ্রমিকদের সাথে কথা বলে ছাত্রবাহী একটি বাস ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে দেয়া হয়েছে। শ্রমিকদের সাথে কথা বলে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়ার চেষ্টা চলছে বলেও জানান এসআই আইয়ুব। সূত্র : ইউএনবি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877