স্বদেশ ডেস্ক:
গুলশানের হোলে আর্টিজান হামলা মামলার রায় আগামী ২৭ নভেম্বর ঘোষণা করা হবে। রোববার আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুনানি শেষে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ দিন ধার্য করেন।
গত ৭ নভেম্বর রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ওই দিন আসামিপক্ষের আইনজীবীরা যুক্তি উপস্থাপন শুনানি শুরু করেন। যুক্তি উপস্থাপন শুনানি রোববার শেষ হয়। এরপর রায়ের দিন ধার্য করা হয়।
রোববার সকালে কারাগার থেকে এ মামলার আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ পর্যন্ত মোট ১১৩ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।
২০১৮ সালের ২৬ নভেম্বর আট আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। এর আগে ৮ আগস্ট তাদের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করা হয়। চার্জশিটের ২১ আসামির মধ্যে ১৩ জন মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এদের মধ্যে ৮ জন বিভিন্ন অভিযানে ও পাঁচ জন ঘটনাস্থলে নিহত হয়।
২০১৬ সালের ১ জুলাই সন্ধ্যায় ঢাকার গুলশানের হোলে আর্টিজান নামের একটি রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে উগ্রবাদীরা। এ সময় তাদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হন। পরে সেখানে অভিযান চালায় সেনাবাহিনীর কমান্ডো দল। অভিযানে পাঁচ উগ্রবাদী নিহত হয়।