রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:০৩ অপরাহ্ন

সম্পর্ক ভেঙে গেল ইলিয়ানার

সম্পর্ক ভেঙে গেল ইলিয়ানার

New Delhi: Actress Ileana D'Cruz during a programme organised to promote her upcoming film "RAID" in New Delhi, on March 10, 2018. (Photo: Amlan Paliwal/IANS)

স্বদেশ ডেস্ক:

‘বরফি’, ‘রুস্তম’, ‘রেইড’ বা হালের ‘পাগলপন্তি’- বলিউডের এই সিনেমাগুলোর অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজের প্রেম ভেঙেছে। দীর্ঘদিন প্রেমিক অ্যানড্রিউ নিবোনসের সঙ্গে ‘লিভ-ইন রিলেশনশিপে’ থাকার পর বিচ্ছেদ হলো দুজনের।

যদিও কিছুদিন আগ পর্যন্ত শোনা যাচ্ছিল শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন দুজনে। কিন্তু কী কারণে বিচ্ছেদ হলো ইলিয়ানার তা এখনো জানা যায়নি।

‘বলিউড নাউ’ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যানড্রিউর সঙ্গে বিচ্ছেদের পর বেশ মুটিয়ে গেছেন ইলিয়ানা। তার আগত সিনেমা পাগলপন্তিতে বোঝা যাচ্ছে স্পষ্ট।

বিচ্ছেদের পর কাছের বন্ধু অজয় দেবগনের কাছে ছুটে গিয়েছিলেন এই অভিনেত্রী। তারপরই সিনেমার কাজে মনোযোগ দেন তিনি।

ইলিয়ানা জানিয়েছেন, বিচ্ছেদের ব্যাপারে তিনি কোনো কথা বলবেন না। কারণ সম্পর্কে দুজনের সম্মতি ছিল। এ ব্যাপারে একজন মুখ খুললে, অন্যজনের সেটা ভালো নাও লাগতে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877