রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৫১ অপরাহ্ন

ইন্টারনেটের গতি বাড়াতে স্পেসএক্সের স্যাটেলাইট

ইন্টারনেটের গতি বাড়াতে স্পেসএক্সের স্যাটেলাইট

স্বদেশ ডেস্ক: দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিতে ৬০টি ‘স্টারলিংক’ স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) মহাকাশে পাঠিয়েছে স্পেসএক্স। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ‘কেপ ক্যানাভেরাল এয়ার ফোর্স স্টেশন’ থেকে ফ্যালকন ৯ রকেট ছোট আকারের স্যাটেলাইটগুলো বহন করে কক্ষপথে নিয়ে যায়। এরপর কৃত্রিম উপগ্রহগুলো ভূপৃষ্ঠের কাছাকাছি কক্ষপথে ২৮০ কিলোমিটার উচ্চতায় স্থাপন করে। স্যাটেলাইটগুলো কক্ষপথে স্থাপন করে নির্দিষ্ট সময়ের মধ্যে আটলান্টিক সমুদ্রে স্থাপিত ল্যান্ডিং প্যাডে ফিরে আসে ফ্যালকন ৯ রকেট। স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও সিইও ইলন মাস্ক বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে জন্য দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে ১২ হাজার স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছেন। এ লক্ষ্য বাস্তবায়নে প্রাথমিকভাবে ১২ হাজার স্যাটেলাইট স্থাপন করা হবে। তবে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) কাছ থেকে ইতিমধ্যে আরও ৩০ হাজার স্যাটেলাইট স্থাপনের অনুমতি চেয়েছে স্পেসএক্স। স্টারলিংক স্যাটেলাইটগুলো আগামী বছরের মধ্যে কানাডা ও উত্তর আমেরিকায় দ্রুত ইন্টারনেট সেবা দেবে বলে জানিয়েছে স্পেসএক্স। পুরো বিশ্বকে দ্রুতগতির ইন্টারনেটের আওতায় আনতে আরও ২৪ বার রকেটে করে স্যাটেলাইটগুলো মহাকাশে পাঠাতে হবে। স্পেসএক্স ও টেসলার সিইও ইলন মাস্ক ভবিষ্যতে ইন্টারনেট বাজারের একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করতে চান। তবে লন্ডনভিত্তিক স্টার্টআপ ওয়ানওয়েব ও ই-কমার্স জায়ান্ট অ্যামাজনও একই ধরনের উচ্চাভিলাষী প্রকল্প হাতে নিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877