স্বদেশ ডেস্ক;
বরগুনার তালতলীতে পেটে বাচ্চাসহ গরু জবাই করেছে সাদ্দাম নামের এক কসাই। শনিবার সকালে তালতলী জেটি ঘাটে গরুটি জবাই করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তালতলী বাজারে গোস্ত ব্যবসায়ী সাদ্দাম হোসেন প্রতিদিনের মতো শনিবার ভোর ৬টার দিকে বাজারের জেটি ঘাটে একটি গাভী জবাই করে, গাভীটির পেট কাটার পর একটি বাচ্চা বের হলে উপস্থিত লোকজন হৈচৈ শুরু করে। এসময় কসাই সাদ্দাম তার লোকজনসহ সেখান থেকে সটকে পড়ে। সংবাদ পেয়ে পুলিশ ও সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে জবাইকৃত গাভী ও পাশে বাচ্চাটি দেখতে পায়।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সেলিম মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে জবাইকৃত গরুটি মাটিতে পুঁতে রাখার নির্দেশ দেন। এ ব্যাপারে তালতলী উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সঞ্জয় সিকদার বলেন প্রতিদিন গরু জবাই করার পূর্বে ডাক্তারী পরীক্ষা করে রেজিষ্টারে লিখে রাখার নির্দেশনা দেয়া আছে। কিন্তু গোস্ত বিক্রেতারা সেটি নিয়মিত করেন না। জবাইকৃত গরুটি মাটিতে পুতে রাখার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছি। গরুটির মালিক পাওয়া যায়নি, তাকে পাওয়া গেলে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।