সোমবার, ২০ মে ২০২৪, ০৬:৩৩ পূর্বাহ্ন

সেনবাগে পাগলা কুকুরের কামড়ে এক দিনে ১০ জন আহত

সেনবাগে পাগলা কুকুরের কামড়ে এক দিনে ১০ জন আহত

স্বদেশ ডেস্ক:

নোয়াখালীর সেনবাগে একটি পাগলা কুকুরের কামড়ে একদিনে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার ডমুরুয়া ইউনিয়নের গ্রামের জিরুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা সেনবাগ সরকারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বিষয়টি জানাজানি হলে গ্রামবাসীর মধ্যে কুকুর আতংক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, শুক্রবার ভোর থেকে একটি কুকুর উত্তর পূর্ব পাড়া এলাকায় হঠাৎ করে মানুষকে পিছন থেকে অতর্কিতে এসে কামড় দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এভাবে প্রায় ১০ জনকে কামড় দেয়ার পর এলাকাবাসী কুকুরটি মারার চেষ্টা করে।

আহতরা হলেন, আলতু মুন্সী বাড়ীর ফকির আহম্মেদের স্ত্রী নুর জাহান, আকবর মেম্বার বাড়ীর আবুল কালামের স্ত্রী সেতারা বেগম, আবদুল হালিমের স্ত্রী বিবি ফাতেমা, জাহাঙ্গীরের স্ত্রী রুপা, দক্ষিণ পাড়া ইউনুছ ডিলার বাড়ির বাহার মিয়ার ছেলে জিহাদ, আবু তাহেরের মেয়ে সায়মা, নুরুল ইসলামের মেয়ে মনি বেগম, আলতু মুন্সী বাড়ির আবু তাহেরে মেয়ে আইরিনসহ ১০জন ।

এ ব্যাপারে সেনবাগ উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: রফিকুল ইসলাম জানান, কুকুরের কামড়ে আহত তিনজন এ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। তাদেরকে হাসপাতাল থেকে ইনজেকশন দেয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877