সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকা থেকে রংপুরগামী ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। আগুন ধরে গেছে ইঞ্জিনসহ তিনটি বগিতে।
আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে উল্লাপড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর থেকে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতের খবর জানা যায়নি।
জানা যায়, দুর্ঘটনায় পড়ে লাইনচ্যুত হওয়ার পর রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন কাত হয়ে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনটিতে আগুন জ্বলছে। ট্রেনটির ইঞ্জিন ও এসি বগিতে আগুন লেগেছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসসহ উদ্ধারকারী কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিম এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনার শিকার হলো রেলওয়ে।