স্বদেশ ডেস্ক:
কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর মামলার পলাতক আসামিদের মালামাল ক্রোক আদেশ জারির দিন ধার্য ছিল আজ বৃহস্পতিবার। মামলার হুকুমের আসামি বেগম খালেদা জিয়া এই মামলায় জামিনে থাকলেও অন্য একটি মামলায় কারাগারে থাকায় তার পক্ষের নিযুক্ত আইনজীবী সময় প্রার্থনা করেন।
কুমিল্লা জেলা ও দায়রা জজ মো: আতাবুল্লাহ আবেদন মঞ্জুর করেন এবং আদেশ জারির পরবর্তী তারিখ ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাড. কাইমুল হক রিংকু।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের পৌর এলাকার হায়দারপুল নামক স্থানে একটি কাভার্ডভ্যানে আগুন দেয়ার ঘটনা ঘটে। ২০১৫ সালের ২৬ জানুয়ারি চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে থানায় বিএনপি চেয়ারপারসনসহ ২০ দলের স্থানীয় ৩২ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতায় হুকুমের অভিযোগ আনা হয়।