স্বদেশ ডেস্ক:
সিলেট নগরের শেখঘাট খুলিয়াটুলা এলাকায় ৩৭ শতক জমির মালিকানা ফিরিয়ে দিয়েছে সিটি করপোরেশন, যার আনুমানিক মূল্য ১০ কোটি টাকা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট সিটি করপোরেশনের পক্ষে ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই জমির মালিকানা ফিরিয়ে দেওয়া হয়।
এর আগে গত ২১ জুলাই থেকে ওই জায়গায় সিলেট সিটি করপোরেশন নিজস্ব ওয়্যারিং কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিল। পরে উচ্চ আদালতের নির্দেশে আজ সফিউর রহমান চৌধুরীর উত্তরাধিকার হুমায়ুন কবির চৌধুরীর হাতে ওই জায়গার মালিকানা বুঝিয়ে দেওয়া হয়।
সিলেট সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত বলেন, উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক ও মেয়রের সঙ্গে কথা বলে সিটি করপোরেশনের পক্ষ থেকে হুমায়ুন কবিরের কাছে জায়গা বুঝিয়ে দেওয়া হয়েছে।