শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তূর্ণা নিশীথা-উদয়ন এক্সপ্রেস সংঘর্ষ : নিহত ১২

তূর্ণা নিশীথা-উদয়ন এক্সপ্রেস সংঘর্ষ : নিহত ১২

স্বদেশ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অর্ধ শতাধিক যাত্রী।

মঙ্গলবার ভোররাত সোয়া তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা ও সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের মধ্যে এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশের আখাউড়া থানার ওসি শ্যামল কান্তি দাস বিবিসি বাংলাকে জানিয়েছেন, ঘটনাস্থলে তারা তিনজনের লাশ পেয়েছেন আর হাসপাতালে মারা গেছেন আরো তিনজন।

তিনি জানান, তূর্ণা নিশীথার ধাক্কায় উদয়ন এক্সপ্রেসের মাঝের দুটি বগি দুমড়ে মুচড়ে যায়। এসব বগির নিচে কেউ আটকে পড়ে আছে কিনা, তার অনুসন্ধান চলছে।

সংকেত বিভ্রাটে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

তূর্ণা নিশীথার যাত্রী ইজতিহাদ মাশরুর ঘটনাস্থল থেকে বিবিসি বাংলাকে বলছেন, উদয়ন এক্সপ্রেসের মাঝ বরাবর দুইটি বগি দুমড়ে মুচড়ে রয়েছে। সেখানে কেউ আটকে পড়ে আছে কিনা, তা বোঝার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা।

দুর্ঘটনাটি ঘটার সময় রেল দুটি চলন্ত অবস্থায় ছিল।

এই ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগ্রামের মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সূত্র : বিবিসি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877