বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

সারাদেশে আরও ৫ দিন বজ্রসহ ভারী বৃষ্টির আভাস

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

গত কয়েকদিন ধরে দেশের বেশ কিছু অঞ্চলে টানা বৃষ্টির কারণে কমেছে তাপমাত্রার দাপট। এমন পরিস্থিতিতে বজ্রসহ বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এরমধ্যেই গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ অবস্থায় আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ভারি বৃষ্টি হতে পারে। তবে বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রবিবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব এলাকায় নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করতে হবে এবং স্থানীয় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। তাছাড়া যেসব জেলার ওপর দিয়ে এই ঝড়ো আবহাওয়া বয়ে যেতে পারে সেগুলো হলো ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।

আবহাওয়ার আরও একটি পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি, দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ