সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

জাকসু নির্বাচনের তফসিল স্থগিত

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জুন, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল স্থগিত করেছে নির্বাচন কমিশন।

রোববার (২৯ জুন) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ফেসবুক পেজে পোস্ট করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসু সভাপতি অধ্যাপক কামরুল আহসানের চিঠির পরিপ্রেক্ষিতে নির্বাচনী তফসিল স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জাকসু ও হল সংসদগুলোর পুনঃনির্ধারিত নির্বাচনের তারিখ পরে ঘোষণা করা হবে বলেও জানানো হয়।

সবশেষ গেল ২৬ জুন শিক্ষার্থীদের সাথে সভা শেষে আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ