বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে নির্বাচনে যাওয়ার মতো পরিস্থিতি নেই, দাবি চরমোনাই পীরের গণতন্ত্রের প্রশ্নে দলগুলোর যেন মুখ দেখাদেখি বন্ধ না হয়: তারেক রহমান এসপি-ওসিদের লটারির মাধ্যমে বদলি করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব পালনে অবহেলায় এসিল্যান্ডদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৮ দলকে না জানিয়ে কক্সবাজারে, ৫ নেতাকে শোকজ এনসিপির পুলিশের ঊর্ধ্বতন ৭৬ কর্মকর্তাকে একযোগে বদলি ১২ দলীয় জোটের সঙ্গে শুক্রবার বৈঠক তারেক রহমানের ১৫ দিন পর মাইলস্টোনে পাঠদান কার্যক্রম শুরু টিএসসিতে যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শনে ছাত্রদলের নিন্দা, ছাত্রশিবির বলছে ‘কুতর্ক ও মব’

ইহুদীদের নতুন ঠিকানা সাইপ্রাস…

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জুন, ২০২৫

ইতিহাস জুড়ে ফিলিস্তিনে জোরপূর্বক ভূমি দখলের মাধ্যমে সংকট সৃষ্টি করেছে জায়নবাদীরা।

সেই দীর্ঘস্থায়ী সংকটের মাঝেই এবার ইউরোপের ছোট দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে বিপুল পরিমাণ জমি ও সম্পত্তি কিনছে ইসরায়েলি নাগরিকরা। এতে দেশটির রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ নাগরিকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি জনগোষ্ঠীর অন্যতম বড় আশ্রয়স্থল ছিল সাইপ্রাস। ইরান-ইসরায়েল সাম্প্রতিক উত্তেজনার সময়ও হাজার হাজার ইহুদি এ দেশেই আশ্রয় নিয়েছিল।

এমনকি জানা যায়, অতীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পর্যন্ত সাইপ্রাসে পালিয়ে ছিলেন। ফলে ঐতিহাসিকভাবেই দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ।

তবে ইদানীং সাইপ্রাসের রিয়েল এস্টেট বাজারে ইসরায়েলিদের অস্বাভাবিক হারে সম্পত্তি কেনাবেচা নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটির বামপন্থী রাজনৈতিক দল আকেল পার্টি এ নিয়ে সরব হয়েছে।

দলের শীর্ষ নেতা স্টেফানো সাইবিসি স্থানীয় একটি রেডিওতে বলেন, “ইসরায়েলিরা এখন লিমাসোল ও লারনাকা অঞ্চলে ‘গেটেড কমিউনিটি’ গড়ে তুলছে—যেখানে কেবল তারাই বসবাস করতে পারবে।

সেখানে ইতোমধ্যেই জায়নবাদী স্কুল ও ইহুদি উপাসনালয় (সিনাগগ) নির্মাণের কাজ চলছে। অথচ প্রশাসন সবকিছু জেনেও নীরব।”

সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হওয়ায় অন্যান্য ইউরোপীয়দের জন্য জমি কেনা সহজ হলেও, ইসরায়েলের মতো বাইরের দেশের নাগরিকদের জন্য তা নিয়মতান্ত্রিকভাবে কঠিন।

এরপরও ইসরায়েলিদের সম্পত্তি ক্রয়ের মাত্রা যেভাবে বেড়েছে, তা গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সাইপ্রাস সরকারের তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত শুধু লারনাকা শহরেই ইসরায়েলি নাগরিকরা কিনেছেন ১,৪০৬টি স্থাবর সম্পত্তি।

এর মধ্যে ৪৮১টি সম্পত্তির মালিকানা দলিলও তারা পেয়েছে।

লিমাসোল শহরেও চিত্র ভিন্ন নয়—সেখানে ১,১৫৪টি সম্পত্তি কিনেছেন ইসরায়েলিরা, যার ৫১১টির মালিকানা তারা ইতিমধ্যে পেয়েছেন।

এই অবস্থায় আকেল পার্টি ‘গোল্ডেন ভিসা’ প্রক্রিয়ার কড়া সংস্কার চেয়ে নতুন আইন প্রস্তাব করেছে।

এই ভিসার আওতায় ইইউর বাইরের নাগরিকরা ৩ লাখ ইউরো মূল্যের সম্পত্তি বা কোম্পানির শেয়ার কিনলেই সাইপ্রাসে বসবাসের অনুমতি পান।

দলটি দাবি করেছে, তৃতীয় বিশ্বের নাগরিকদের জমি ক্রয় প্রক্রিয়াও কঠোর নজরদারির আওতায় আনতে হবে।

আকেল নেতারা সতর্ক করেছেন, “এই প্রবণতা চলতে থাকলে সাইপ্রাসের ভূখণ্ড ধীরে ধীরে বিদেশিদের দখলে চলে যাবে, বিশেষ করে ইসরায়েলিদের হাতে।

এখনই নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এই দ্বীপ রাষ্ট্রকেও ‘নতুন ফিলিস্তিন’ হিসেবে দেখতে হতে পারে।”

https://www.youtube.com/watch?v=2Rcg3l_6RfI

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ