শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

মুরাদনগরে ধর্ষণ মামলা : প্রধান আসামি গ্রেপ্তার

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ জুন, ২০২৫

কুমিল্লার মুরাদনগরের আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে আজ রবিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত শুক্রবার ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ফজর আলীকে প্রধান আসামি করে মামলা করেন।

মামলার এজাহারে ভুক্তভোগী নারী উল্লেখ করেন, গত বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি ধর্ষণের শিকার হয়েছেন।

এদিকে ধর্ষণের ঘটনার ভিডিও ধারণ করে, তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মুরাদনগরের বাহেরচর পাঁচকিত্তা গ্রামের অনিক, সুমন, রমজান ও বাবু। এ ছাড়া গ্রেপ্তার ফজর আলীও পাঁচকিত্তা গ্রামের পূর্বপাড়ার শহীদ মিয়ার ছেলে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ