শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন

৩০০ এমপির বিরুদ্ধে আমি একাই লড়াই করেছি: রুমিন ফারহানা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জুন, ২০২৫

আওয়ামী লীগ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে একাই লড়াই করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার রুমিন ফারহানা।

গতকাল শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রুমিন ফারহানা।

বিএনপি নেত্রী বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি জীবন বাজি রেখে সংগ্রাম করেছি। অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে আমি একাই লড়াই করেছি।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে ছিলাম। দেশ ও জাতির প্রতি আমার সেল্ফ কমিটমেন্ট রয়েছে। দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে সরাইল-আশুগঞ্জকে মনের মতো করে সাজাবে। জনগণের কাঙ্ক্ষিত উন্নয়নে ভূমিকা রাখব।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ