শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

৩ দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ শুরু

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জুন, ২০২৫

সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের তিন দফা দাবিতে মহাসমাবেশের করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (২৮ জুন) সকাল ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ শুরু হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছিল, মহাসমাবেশের কার্যক্রম শুরু হবে সকাল ১০টা থেকে, যেখানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। দুপুর ২টা থেকে মহাসমাবেশের মূল পর্ব শুরু হবে।

মহাসমাবেশ সফল করতে শুক্রবার (২৭ জুন) দিবাগত রাতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের বহনকারী কয়েকশ যানবাহন ঢাকায় প্রবেশ করেছে। ইতোমধ্যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা।

দলের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

এছাড়াও ফ্যাসিবাদবিরোধী এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের বিষয়ে একমত এমন সব দলের নেতারাও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ