সোমবার, ১৯ মে ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

যুদ্ধবিরতি চুক্তির পর পাকিস্তানে পালিত হলো ‘ধন্যবাদ জ্ঞাপন দিবস’

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ মে, ২০২৫

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া হামলা-পাল্টা হামলার পরিপ্রেক্ষিতে ভারত সরকার তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর রোববার (১১ মে) পাকিস্তান ‘ধন্যবাদ জ্ঞাপন দিবস’ পালন করছে। এক লাইভ প্রতিবেদনে সিএনএন এমনটাই জানিয়েছে।

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, উর্দুতে ‘ইয়ুম-এ-তাশাকুর’ নামে পরিচিত এই দিনটি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় ঐক্য উদযাপনের জন্য পালিত হচ্ছে।

এক বক্তব্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, আজকের দিনটি সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য উৎসর্গীকৃত হবে। ‘অপারেশন বুনিয়ান মার্সাস’ শত্রুর আগ্রাসনের কার্যকর এবং ব্যাপক জবাব দিয়েছে।

9

তিনি বলেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধে আমাদের বাহিনী সামরিক ইতিহাস তৈরি করেছে। তিনি যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় সহায়তা করার জন্য দেশটির মিত্রদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এর আগে, গতকাল শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণ পরেই ভারত ও পাকিস্তানের কর্তৃপক্ষ যুদ্ধবিরতির ঘোষণা দেয়।

নিজের ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ জ্ঞান এবং দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন।’

এরপর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, পাকিস্তান ও ভারত তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দিনভর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত ছিল, যার ফলে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে। পৃথকঅভাবে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক বিবৃতিতে বলেন, ভারত ও পাকিস্তান আজ গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ