রবিবার, ২৫ মে ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন

‘শেখ মুজিবের করা কালো আইনেই আ.লীগ নিষিদ্ধ সম্ভব’

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ মে, ২০২৫

শেখ মুজিবুর রহমানের প্রণীত ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৯ ধারা ব্যবহার করেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতে পারে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শুক্রবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপা নতুন বাজারে বণিক সমিতির আয়োজনে সর্বস্তরের নাগরিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ গণহত্যাকারী, খুনি ও ফ্যাসিস্ট একটি দল। জাতিসংঘের প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে—জুলাই বিপ্লবে তারা দুই হাজার মানুষকে হত্যা করেছে, ৩০ হাজারকে পঙ্গু করেছে। এ সহিংসতার নেপথ্যে একমাত্র আওয়ামী লীগেরই অবদান রয়েছে। কাজেই শেখ মুজিবের রেখে যাওয়া কালো আইনেই এই দলকে নিষিদ্ধের উপাদান স্পষ্ট।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, গত ১৭ বছরে দেশে ৭০০ মানুষকে খুন করা হয়েছে, সাড়ে চার হাজার মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। গায়েবি মামলার সংখ্যা ৬০ লাখ ছাড়িয়েছে। এসব কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং দেশের মানুষ আওয়ামী লীগের বিচার করে আইনের শাসন প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ।

সভায় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপি সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, পৌর বিএনপি সভাপতি আবু তালেব মিয়া, সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান বাবলু, বণিক সমিতির সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুর সবুর খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ