ফেনী সদর উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাংগুড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মাহবুবুল হাসান রুবেল ও একই উপজেলার জাফরাবাদ এলাকার টিটন মিয়ার ছেলে লিটন (২১)।
এ সময় ঘটনাস্থল থেকে একটি হটপটের ভেতরে লুকিয়ে রাখা প্রায় ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। এ ছাড়া একটি বিদেশি পিস্তল ও একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।
র্যাব-৭ চট্টগ্রামের উপঅধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে ফতেহপুর রেলগেট এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে র্যাব অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে থাকা মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায় সেখান থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়।
নিহতদের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও র্যাবের এ কর্মকর্তা জানান।