বেদের মেয়ে নুসরাত ইমরোজ তিশা। তবে তিনি বেদে বহরে থাকেন না। নিজের বহর ত্যাগ করে তিনি থাকেন এক বুড়ির বাড়িতে। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিষ নামান। মেম্বারের ছেলে ইয়াস রোহান একদিন নৌকা পার হওয়ার সময় তিশাকে দেখেন। তার কথা শুনে প্রেমে পড়ে যান।
অন্যদিকে মেম্বারের কাছে খবর যায়, তার ছেলেকে ওই বেদেনীর বাড়ির আশপাশে দেখা গেছে। ঘরে ফেরার পর ছেলেকে খুব করে বকে দেন বাবা। কিন্তু তার মন পড়ে থাকে তিশার কাছে। একদিন তিশা তার জীবনের গল্প শোনান রোহানকে।
তিশা জানান, বহরের বাইরের এক ছেলের সঙ্গে প্রেম করার কারণে তাকে বেদে বহর ছেড়ে গ্রামের বুড়ির বাড়িতে আশ্রয় নিতে হয়েছে। এসব শুনে আরও মায়া বেড়ে যায় রোহানের। তিনি প্রেম নিবেদন করে ফেলেন। কিন্তু তিশা দ্বিতীয়বার সম্পর্কে জড়াতে ভয় পান। রোহান কি পারবে তিশার সঙ্গে ঘর বাঁধতে। গল্পের পুরোটা জানা যাবে ‘বেদের মেয়ে’ নাটকে।
শাহজাহান সৌরভের রচনায় নাটকটি নির্মাণ করেছেন প্রীতি দত্ত। ‘বেদের মেয়ে’ নাটকে তিশা অভিনয় করেছেন নূপুর চরিত্রে আর ইয়াস রোহানকে দেখা যাবে আহসানের ভূমিকায়। আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টায় নাটকটি প্রচার হবে এটিএন বাংলায়।