বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা র‌্যাবকে অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার আছিয়াকে ধর্ষণ ও হত্যা : হিটু শেখের ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে ‘নির্দেশ একটাই রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না’ সিইসিসহ ৫ ইসির পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চলবে: এনসিপি স্ত্রী-মেয়েসহ আব্দুর রাজ্জাকের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি বন্ধ দ্রুত নির্বাচনসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি শিশুদের হাতে হাতে নিম্নমানের বই ‘টুকরো টুকরো হওয়ার শঙ্কায় সিরিয়া, গৃহযুদ্ধ আসন্ন’

তৃতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

তৃতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। আজ মঙ্গলবার বেলা ১১টায় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হবে, যেখানে পাঁচটি কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবের বিষয়ে আলোচনা হবে।

এর আগে, গত বৃহস্পতিবার ও রোববার বিএনপি নেতারা ঐকমত্য কমিশনের সঙ্গে দিনভর বৈঠকে অংশ নেন। ঐকমত্য কমিশনের সদস্যরা আলোচনায় অংশ নেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে। ২৩ মার্চ বিএনপি আনুষ্ঠানিকভাবে তাদের সংস্কার প্রস্তাব জমা দেয়।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংবিধান ও রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপি ইতোমধ্যে দুটি বৈঠকে অংশ নিয়েছে। এই আলোচনায় দলটি দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের অনড় অবস্থান স্পষ্ট করেছে। প্রথমত, তারা একযোগে সরকারপ্রধান, দলপ্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না—এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। দ্বিতীয়ত, কেউ টানা দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না—এমন প্রস্তাবেও তারা একমত নয়। তবে বিএনপি জানিয়েছে, কেউ যদি টানা দুইবার প্রধানমন্ত্রী থাকেন, তাহলে এক বছর বিরতির পর আবারও প্রধানমন্ত্রী হতে পারবেন।

অন্তর্বর্তী সরকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ৫ আগস্ট রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দুই ধাপে ১১টি কমিশন গঠন করে। এসব কমিশনের সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়।

সর্বশেষ, গত রবিবার ঐকমত্য কমিশনের সঙ্গে দিনভর বৈঠকে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক সচিব মনিরুজ্জামান খান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ