শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। আজ বুধবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান।

সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নেবেন আমনা বালুচ। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, বিমান যোগাযোগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের আর্থিক দেনা-পাওনার বিষয়টিও আলোচনায় আসতে পারে।

এ বিষয়ে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হুসেন খান জানিয়েছেন, ইসলামাবাদ ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে বিশেষভাবে আগ্রহী। তার ভাষায়, ‘পাকিস্তান বিশেষ করে প্রতিযোগিতামূলক মূল্যের পণ্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ দেখাচ্ছে। পাশাপাশি, তারা তুলা সরবরাহেও আগ্রহী।’ উল্লেখ্য, ২০১২ সালে তৎকালীন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী খার ঢাকা সফর করেছিলেন। প্রায় এক যুগ পর চলতি মাসের শেষ দিকে আবার ঢাকা সফরে আসছেন দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার আগেই পররাষ্ট্রসচিব আমনা বালুচের এই সফর দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ