শনিবার, ২৭ Jul ২০২৪, ০৫:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আজ ভারত-অস্ট্রেলিয়া মহারণ

আজ ভারত-অস্ট্রেলিয়া মহারণ

লড়াইটা দুইয়ের সঙ্গে পাঁচের- ভারত বনাম অস্ট্রেলিয়া। বলা হচ্ছেÑ ইংল্যান্ড বিশ্বকাপের বিগ ম্যাচ। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে ছড়াচ্ছে রোমাঞ্চও। দুই শক্তিশালী প্রতিপক্ষের লড়াই দেখতে মুখিয়ে আছেন সমর্থকরাও।

আরও একটি কারণ আছে; আর তা হলো- লড়াইটা যে আইসিসির দুই মোড়লের! ২০১৯ বিশ্বকাপে শিরোপা রেসে যদি চার দলকে এগিয়ে রাখেন, তা হলে আপনার তালিকায় ভারত-অস্ট্রেলিয়াকে রাখতে হবে। অস্ট্রেলিয়া পাঁচবার শিরোপা জিতেছে। তারা বর্তমান চ্যাম্পিয়ন। শিরোপা ধরে রাখার ব্রত নিয়েই এসেছে ইংল্যান্ডে। অন্যদিকে ভারতের লক্ষ্য শিরোপা পুনরুদ্ধার।

অস্ট্রেলিয়া ম্যাচের আগে প্রস্তুত কোহলিরা। ভারতের এটি দ্বিতীয় ম্যাচ। সাউথ আফ্রিকাকে হারিয়ে তারা কুড়ি উনিশের বিশ্বকাপ মিশন শুরু করেছে। অস্ট্রেলিয়া প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়েছে। এটি তাদের তৃতীয় ম্যাচ। এই দুদলের মধ্যকার লড়াইটা হবে মূলত ব্যাটসম্যানদের সঙ্গে বোলারদের। ভারতের আছে শক্তিশালী ব্যাটিং লাইনআপ। অস্ট্রেলিয়ার আগুন ঝরানো পেস আক্রমণ।

কে হাসবে শেষ হাসি? বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ১১ বার মুখোমুখি হয়েছে। তাতে আট জয়ের বিপরীতে অজিদের হার তিনটি। অন্যদিকে ভারত ম্যাচের আগে অতীত পরিসংখ্যানও অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছে।

১৩৬ ওয়ানডেতে ৭৭ জয়ের বিপরীতে অস্ট্রেলিয়ার হার ৪৯টি। সবশেষ মার্চে ভারত সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে খেলা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেন সফরকারীরা। বিশ্বকাপ ম্যাচে মাঠে নামার আগে এটি তাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। সবশেষ বিশ্বকাপে ভারতকে হারানোর সুখস্মৃতি তো রয়েছেই স্মিথ-ওয়ার্নারদের।

উইন্ডিজ ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছেন স্টিভেন স্মিথ, কল্টার-নাইল। ভারত ম্যাচে এ দুজন ছাড়াও জ্বলে উঠতে চাইবেন ওয়ার্নার, ফিঞ্চরা। ২০১১ সালের চ্যাম্পিয়নরাও ছেড়ে কথা বলবেন না। কোহলি, রোহিত শর্মা, ধোনিদের ব্যাট জ্বলে উঠলে তাতে ছত্রখান হবে অজি পেস ব্যাটারি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877