স্বদেশ ডেস্ক: বলিউডের একেবারেই নতুন অভিনেত্রী তারা সুতারিয়া। মাত্র একটি সিনেমা করেছেন। কিন্তু ছবি যদি হয় ছবির মতো, তবে তা দিয়েই হয়ে যায় অনেক কিছু। তেমনি ঘটেছে তারার ক্ষেত্রে। করণ জোহরের সফল সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর দ্বিতীয় কিস্তিতে নায়িকা হিসেবে বলিউডে অভিষেক তারার। সিনেমাটি প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে না পারলেও করণ জোহরের প্রযোজিত নায়িকা হওয়ার সুবাদে ক্যারিয়ারের শুরু থেকেই লাইম-লাইটে এই নায়িকা। শুধু অভিনয় নয়, গ্ল্যামার, ফ্যাশন আর প্রেম-ভালোবাসা নিয়ে বেশ আলোচিত তিনি। সিনেমায় আসার আগেই নাকি প্রেম করেছেন শহিদ কাপুরের ছোট ভাই ‘ধাড়াক’খ্যাত নায়ক ঈশান খাট্টারের সঙ্গে। ঈশান এখন শ্রীদেবীকন্যা জাহ্নবীর প্রেমে মশগুল বলে গুঞ্জন। তারাও কম কিসে। প্রথম সিনেমা মুক্তির আগে থেকেই তার নাম জড়িয়ে যায় বলিউডের আরেক হ্যান্ডসাম হাঙ্ক সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। অনেক জায়গায় এই দুই তারকাকে একসঙ্গে পেয়েছেন সাংবাদিকরা। তবে সম্প্রতি তারা এ নিয়ে সাফ জানিয়ে দিয়েছেন। তার ভাষ্য, ‘আমি আর সিদ্ধার্থ খুব ভালো বন্ধু। মূলত আমরা প্রতিবেশী। তার বাসায় আমার যাতায়াত রয়েছে। তার মা ও ভাবি আমাকে খুব পছন্দ করেন। আমরা দু’জনই ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে বলিউডে এসেছি। দু’জন খেতেও খুব ভালোবাসি। এমন অনেক বিষয়ে আমাদের মিল রয়েছে। তাই বেশিরভাগ সময় বিভিন্ন রেস্টুরেন্টেই আমাদের একসঙ্গে দেখেছেন সাংবাদিকরা। আসলে আমাদের মধ্যে বন্ধুত্বের বাইরে তেমন কিছুই নেই।’
কিন্তু এবার তারার প্রেমিক তালিকায় যুক্ত হয়েছে নতুন নাম। তিনি আর কেই নন, বলিউডের সম্ভ্রান্ত কাপুর পরিবারের ছেলে আদর জেইন। তিনি সম্পর্কে কারিনা ও রণবীর কাপুরের কাজিন। সম্প্রতি এই সুদর্শন তরুণের সঙ্গেই দেখা যাচ্ছে গ্ল্যামারাস তারা সুতারিয়াকে। সাংবাদিকরা সুযোগ পেয়ে এ নিয়েও তাকে প্রশ্ন করেছেন। কিন্তু এই সম্পর্ককে স্রেফ বন্ধু বলে এড়িয়ে যাননি তারা। তিনি বলেন, ‘আদর আমার কাছে খুব স্পেশাল। তবে আমাদের পরিচয় হয়েছে এই দীপাবলি পার্টিতেই। এরপর কয়েকবার মাত্র সাক্ষাৎ হয়েছে। তার ব্যক্তিত্ব আমার খুব পছন্দ হয়েছে। আমরা একে অপরের সান্নিধ্য উপভোগ করি।’ তারার এই গোলমেলে উত্তরে বেশ বোঝা যায় বলিউডের এই নতুন সুন্দরী নতুন প্রেমেই মজেছেন।