রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১২:৪২ অপরাহ্ন

কুমার বিশ্বজিৎ’র ব্যস্ততা স্টেজ শো’তে…

কুমার বিশ্বজিৎ’র ব্যস্ততা স্টেজ শো’তে…

স্বদেশ ডেস্ক: বাংলাদেশের সংগীতাঙ্গনের চিরসবুজ গায়ক কুমার বিশ^জিৎ। এখনও স্টেজ শোতে নিয়মিত গান করছেন। তবে তার কাছে প্রতিনিয়ত স্টেজ শোতে সংগীত পরিবেশন করার জন্য যে পরিমাণ প্রস্তাব আসে, কোনো বাছবিচার ছাড়া যদি স্টেজ শোতে গাইতেন তাহলে বছরের প্রায় পুরোটা সময়ই তাকে স্টেজ শো নিয়েই ব্যস্ত থাকতে হতো। কিন্তু দেশের ভেতর স্টেজ শোতে কিছু নিয়ম নিজেই মেনে চলেন বিধায় নিজের মতো করেই স্টেজ শোতে ব্যস্ত থাকেন। যেমন আসছে ২০ নভেম্বর পর্যন্ত চাইলেই তিনি চার-পাঁচটি স্টেজ শোতে সংগীত পরিবেশন করতে পারতেন। কিন্তু পারিবারিক কাজকে গুরুত্ব দিয়ে কুমার বিশ^জিৎ গতকাল মঙ্গলবার সন্ধ্যার ফ্লাইটে একমাত্র ছেলে নিবিড়কে নিয়ে আমেরিকার উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে ছেলে ও স্ত্রীর সঙ্গে নিজের মতো করে কিছু সময় কাটিয়ে ২০ নভেম্বর দেশে ফিরবেন। কুমার বিশ^জিৎ জানান, দেশে ফিরেই তিনি ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত স্টেজ শোতে ব্যস্ত থাকবেন। এটা পরবর্তী মাস পর্যন্তও চলে যেতে পারে। কুমার বিশ^জিতের ইভেন্ট ম্যানেজার ওমর মির্জা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায়, জানুয়ারি পর্যন্ত কুমার বিশ^জিৎ বরিশাল ক্যাডেট কলেজ, রাজধানীর উত্তরা ক্লাব, ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ, যশোর ক্যান্টনমেন্ট কলেজ, করপোরেট শো’ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, নরসিংদীর আবুল ফয়েজ মোল্লা হাইস্কুলসহ বেশ ক’টি স্থানে স্টেজ শোতে অংশ নেবেন। পাশাপাশি আরও কিছু স্টেজ শোর কথা চলছে, যা কিছুদিনের মধ্যেই চূড়ান্ত হবে। স্টেজ শো’ প্রসঙ্গে কুমার বিশ^জিৎ বলেন, ‘এটা ঈশ^রের অকৃত্রিম দয়া, আমার সর্বাত্মক চেষ্টা, আমার বাবা-মায়ের আশীর্বাদ, সর্বোপরি আমার শ্রোতা-ভক্তদের আশীর্বাদ যে, আমি এখনও সুস্থ অবস্থায় গানের সঙ্গেই আছি এবং নিয়মিত স্টেজ শো করছি। একজন মানুষের জীবনে সুস্থ থাকতে পারাটা যে ঈশ^রের কত বড় নেয়ামত, তা যে সুস্থ থাকে সে-ই শুধু বলতে পারে। আমি আমার স্ত্রী-সন্তান, মাকে নিয়ে বেশ ভালো আছি। এটা সত্যি স্টেজ শোতে যাওয়ার আগে আমার নিজের কিছু প্রস্তুতি থাকে। স্থান বুঝে গান নির্বাচন করি এবং সর্বোপরি দর্শকের সঙ্গে সম্পর্ক স্থাপন করি গান গাওয়ার মধ্য দিয়েই, যাতে তারা গানকে হৃদয় দিয়ে অনুধাবন করতে পারেন।’ গেল ১ জুন কুমার বিশ^জিতের জন্মদিনে তারই ইউটিউব চ্যানেল ‘গান ছবি এন্টারটেইনম্যান্ট’-এ তার গাওয়া ‘রস কইয়া বিষ খাওয়াইলা’ গানটি প্রকাশিত হয়। গানটি লিখেছেন এবং সুর করেছেন জবান আলী। গানটির সংগীতায়োজন করেছেন কুমার বিশ^জিৎ ও তার দল। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877