রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

রক্তশূন্যতা প্রতিরোধে সরিষা শাক….!!!

রক্তশূন্যতা প্রতিরোধে সরিষা শাক….!!!

স্বদেশ ডেস্ক: সরিষাশাক ভিটামিন ও মিনারেলের একটি সমৃদ্ধ উৎস। ভিটামিন ‘এ’, ‘সি’ ও ‘কে’ সৃমদ্ধ পরিপূর্ণ সরিষাশাক শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এতে আছে শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট, যা নানারকম ভাইরাল অসুখ থেকে আপনাকে সুরক্ষা দেয়। ভিটামিন ‘এ’ দৃষ্টিশক্তি ভালো রাখে, ভিটামিন ‘কে’ হাড়ের সুরক্ষা করে এবং মস্তিষ্ককে রাখে দারুণ সচল। সরিষাশাকে আছে আয়রন, ম্যাঙ্গানিজ, ক্যালশিয়াম, জিঙ্ক, পটাশিয়াম, সেলেনিয়াম, ম্যাগনেশিয়াম, প্রোটিন ও ফাইবার; যা আপনার হার্ট ভালো রাখে, রক্তের কোলেস্টেরল কমায় এবং গর্ভবতী মায়েদের সুস্থ শিশু জন্মদানের সম্ভাবনা বাড়ায়। অ্যান্টি-অক্সিডেন্টের সবচেয়ে বড় গুণ হলো, এটি ত্বকে বয়সের ছাপ পড়তে বাধা দেয়। মাসসিক চাপ কমানো ও নানা ধরনের ক্যান্সার দূরে রাখতে সাহায্য করার পাশাপাশি এ শাক শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থ বের কওে দেয়। শারীরিক দুর্বলতা, রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে সরিষাশাক। এটি শরীরে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমিয়ে আনে, দেহের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে এবং হজমশক্তি বাড়ায়। রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সরিষাশাক হার্ট অ্যাটাক, আর্থ্রাইটিস ও ক্রনিক রোগের ঝুঁঁকি কমিয়ে আনে। এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি এসিড দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কোষ্ঠকাঠিন্য সারাতেও কার্যকর সরিষাশাক। ত্বক, চুল, ওজন ও স্বাস্থ্য ভালো রাখতে এ শাক সাহায্য করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877