আসলে এটি দারুণ এক গল্পের সিরিজ হতে চলেছে। এর বিষয়বস্তুর কারণে সিরিজটিতে কাজ করতে রাজি হয়েছি। যেমন এটার মধ্যে নায়িকা নেই, নাচ-গান নেই। চরিত্রনির্ভর এক গল্প। চরিত্রে অভিনয়ের দুর্দান্ত সুযোগ আছে। ধুমধাম ব্যাপারও আছে। টিজার দেখেই অনেকেই আঁচ করতে পেরেছেন, কী হতে চলেছে। এর টিজার আসলে এখনই ছাড়ার কথা ছিল না। কিন্তু হেনা-বকুল নিয়ে এত মাতামাতি শুরু হলো, তার মধ্যেই এটি ছেড়ে দিয়েছে। সময় ও সুযোগটা কাজে লাগিয়েছে।’অভিনয়ে অনিয়মিত কেন বাপ্পারাজ? এমন প্রশ্নে তিনি বলেন, ‘এর অনেক কারণ রয়েছে। তার মধ্যে একটি ইন্ডাস্ট্রির বর্তমান বেহাল দশা। যেখানে নেই কাজের পরিবেশ। ইন্ডাস্ট্রির সোনালি অতীত আর নেই।’ তবে তিনি এর জন্য পরিচালক-প্রযোজকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। অভিনেতা বলেন, ‘ভালো সিনেমা বানাতে প্রযোজক-পরিচালকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। পরিচালকদেরও তাদের সিনেমা নির্মাণের ধরন বদলাতে হবে।’
‘চাপা ডাঙার বউ’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমার পরিচালক ছিলেন তার বাবা নায়ক রাজ রাজ্জাক। প্রথম সিনেমাতেই বাপ্পা প্রশংসা কুড়ান। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তবে দীর্ঘ ক্যারিয়ারে পর্দায় ব্যর্থ প্রেমিক হিসেবেই তকমা পেয়েছেন এ নায়ক।