মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন

সংশ্লিষ্টতা থাকলে ওসি মোয়াজ্জেমেরও বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংশ্লিষ্টতা থাকলে ওসি মোয়াজ্জেমেরও বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ডের দায়িত্বে অবেহেলায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের সংশ্লিষ্টতা থাকলে বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এ ছাড়া ওসির নাম চার্জশিটে আছে বলেও জানান তিনি।

আজ রোববার দুপুর ১২টায় সচিবালয়ে ঈদ পরবর্তী ও পূর্ববর্তী যানজট নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নুসরাত হত্যাকাণ্ডের দায়িত্বে অবহেলায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের সংশ্লিষ্টতা থাকলে বিচার হবে।’

এ ছাড়া পাসপোর্ট ও ইমিগ্রেশন বিভাগ ঢেলে সাজানো হচ্ছে বলেও জানান তিনি।

পাসপোর্ট ছাড়া বিমানের পাইলটের দোহা পৌঁছানোর বিষয় এবং ইমিগ্রেশনের দুর্বলতার বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘দেখুন, যে ঘটনাটি ঘটিয়েছে তিনি হলো বিমানের একজন পাইলট। তাদের ইমিগ্রেশন অন্যভাবে হয়, আপনারা সবাই জানেন। তাদের ওই পাসপোর্টে সিল দেওয়া হয় না। তাদের একটা ডিকলারেশন স্লিপ দেওয়া হয়। সেই স্লিপটা তারা ইমিগ্রেশনে জমা দিয়ে একটি সিল দিয়ে এবং যেখানে যান সেইখানে ওই ইমিগ্রেশন স্লিপটা জমা দেন। একটা ক্রু-কার্ড তাদের সঙ্গে থাকে। সেই ক্রু কার্ডও আমাদের যত ধরনের ইনফরমেশন তার সম্পর্কে সেটা থাকে।’

তারপরও তার পাসপোর্ট সব সময় সঙ্গে নিয়ে যাওয়ার কথা এবং পাসপোর্ট যখন যেখানে যে চাইবেন, তাকেই দেখানোর কথা বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

দেশের কোনো জায়গায় কোনো ধরনের যানজট হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, ‘আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সবসময় একটা ‍দুর্বিষহ যানজট আসার সময় কিংবা যাওয়ার সময় হয়ে থাকে। যাওয়ার সময় তো অত্যন্ত বেশি। শুধু এবার এক জায়গায় ব্রিজের একটা অসুবিধার জন্য সিরাজগঞ্জের একটা জায়গায় একটু যানজট হয়েছিল। তা ছাড়া দেশের কোনো জায়গায় কোনো ধরনের যানজট হয়নি। ‘

এ ছাড়া কোনো জায়গায় ছিনতাই, মলম পার্টি ও দুর্বৃত্তদের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877