স্পোর্টস ডেস্ক:
বায়ুদূষণের মধ্যেই ভারতের রাজধানী নয়াদিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে বাংলাদেশ-ভারত তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ খেলতে ইতিমধ্যে রাজকোট উড়ে গেছে টিম বাংলাদেশ। এই ম্যাচকে ঘিরে রয়েছে ঘূর্ণিঝড় ‘মাহা’র শঙ্কা।
আগামী ৭ নভেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। রাজকোট গুজরাটের পশ্চিমে অবস্থিত।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল নাগাদ আরব সাগরে অবস্থানকারী ঘূর্ণিঝড় ‘মাহা’ ৯০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে গুজরাটে। এদিন সন্ধ্যায় খেলতে নামবে দুদল। এজন্য শঙ্কায় রয়েছে ম্যাচটি।
অবশ্য আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, গুজরাটের উপকূলে আসতে আসতেই দুর্বল হয়ে পড়বে ঘূর্ণিঝড় ‘মাহা’।
তবে আজ মঙ্গলবার সকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজকোটের আবহাওয়া স্বচ্ছ রয়েছে। এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের আভাস পাওয়া যাচ্ছে না গুজরাটের চতুর্থ বড় শহর রাজকোটে। সকাল ১০টা থেকে অনুশীলন শুরু করেছেন মুশফিক-রিয়াদরা। দুপুর ১টা পর্যন্ত অনুশীলন করবেন লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রথম ম্যাচে ভারতকে তাদেরই মাটিতে উড়িয়ে দিয়ে বেশ ফুরফুরে আছে বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচ জিতলেই প্রথমবারের মতো ভারতের মাটিতে সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ।
গতকাল রাজকোটের বিমানে ওঠার আগে লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবও বলেছিলেন, ‘আত্মবিশ্বাসী বাংলাদেশের এবার লক্ষ্য সিরিজ জেতা।’