মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০২:১৫ অপরাহ্ন

জাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

জাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

স্বদেশ ডেস্ক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে জাবি ভিসির বাসভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলার একপর্যায়ে পুলিশের সামনেই আন্দোলনকারী শিক্ষকদের লাঞ্ছিত করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এদিকে হামলার ঘটনার পরও আন্দোলনকারী শিক্ষকরা ভিসির বাসভবনের সামনে অবস্থান অব্যাহত রেখেছেন। তবে হামলার পর ঘটনাস্থল থেকে চলে গেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যা সোয়া ৭টা থেকে ভিসির বাসভবন অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। এসময় জাবি ভিসি নিজের বাসভবনেই ছিলেন।

উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভিসির অপসারণ দাবিতে চলমান অবরোধে টানা ১০ দিন প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877