বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

শপথ নিলেন বিএনপির রুমিন ফারহানা

শপথ নিলেন বিএনপির রুমিন ফারহানা

বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সংরক্ষিত আসনের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তার শপথগ্রহণের মধ্য দিয়ে এবার মাত্র একজন সংরক্ষিত সংসদ সদস্য পেল বিএনপি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৫০ সংরক্ষিত মহিলা আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা এমপিকে আজ রোববার দুপুর ১২টায় শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান। তিনি জানান,শপথ গ্রহণ শেষে রুমিন ফারহানা এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ও ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি।

এর আগে রুমিন ফারহানা বিএনপি মনোনীত সংরক্ষিত মহিলা আসনে একমাত্র সংসদ সদস্য নির্বাচিত হন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877