মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে বন্যা ও ভারী বৃষ্টিপাতে নিহত ৯

যুক্তরাষ্ট্রে বন্যা ও ভারী বৃষ্টিপাতে নিহত ৯

স্বদেশ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে ভারী বৃষ্টিপাত ও বন্যায় অন্তত নয়জন নিহত হয়েছেন। মুষলধারে বৃষ্টিপাতের ফলে দক্ষিণ-পূর্ব আমেরিকার কিছু অংশ প্লাবিত হয়েছে এবং অনেক জায়গায় রাস্তা ও বাড়ি ডুবে গেছে।

এছাড়াও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাঁচ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিকে রোববার এক সংবাদ সম্মেলনে কেন্টাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেশেয়ার জানান, তার রাজ্যে আটজন মারা গেছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান তিনি।

এছাড়াও বন্যার পানিতে আটকে পড়া শত শত মানুষ এবং গাড়িতে আটকে থাকা আরো অনেককে উদ্ধার করা হয়েছে। এ সময় বাসিন্দাদের ‘রাস্তা থেকে দূরে থাকতে এবং সাবধানে থাকতে’ বলেন বেশেয়ার।

এছাড়াও জর্জিয়ায় নবম মৃত্যুর ঘটনাটি ঘটেছে। সেখানে উপড়ে পড়া একটি গাছ এক ব্যক্তির বাড়ির উপর পড়লে তিনি নিহত হন।

এই সপ্তাহের শেষের দিকে কেন্টাকি, জর্জিয়া, আলাবামা, মিসিসিপি, টেনেসি, ভার্জিনিয়া, পশ্চিম ভার্জিনিয়া ও উত্তর ক্যারোলিনায় ঝড়-সম্পর্কিত বিষয়ে সতর্কতা জারি করা হয়েছিল। গত বছরের সেপ্টেম্বরে হারিকেন হেলিনের আঘাতে এ রাজ্যগুলোর অধিকাংশই ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছিল।

এদিকে পাওয়ারআউটএজ.ইউএস এর তথ্য অনুযায়ী, আটটি রাজ্যে রোববার রাতে পাঁচ লাখেরও বেশি পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল।

ধারণা করা হচ্ছে, কেন্টাকিতে বেশিভাগ মৃত্যু ও ধ্বংসযজ্ঞ ঘটেছে। সেখানে নিহতের মধ্যে একজন মা, তার সাত বছরের শিশু এবং একজন ৭৩ বছর বয়সী পুরুষও ছিলেন।

জাতীয় আবহাওয়া পরিষেবার (এনডব্লিউএস) পরিসংখ্যান অনুযায়ী, কেন্টাকির কিছু অংশে ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের ফলে ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে।

গভর্নর বেশেয়ার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় জানান, বন্যার কারণে ৩০০টিরও বেশি রাস্তা বন্ধ হয়ে গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877