সোমবার, ০৬ মে ২০২৪, ০১:৫৮ পূর্বাহ্ন

ক্ষমা চাইলেন বরিস জনসন

স্বদেশ ডেস্ক:

নির্দিষ্ট সময়ে ব্রেক্সিট চুক্তি বাস্তবায়ন করতে না পারায় ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গতকাল রোববার স্কাই নিউজের ‘সোফি রিডস সানডে’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজ দলের নেতাকর্মীদের কাছে ক্ষমা চান তিনি।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ‘সোফি রিডস সানডে’ অনুষ্ঠানে ব্রেক্সিট বাস্তবায়নে সাংসদরা তাকে সহযোগিতা করেননি বলে অভিযোগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এ সময় যারা তাকে কনজারভেটিভ পার্টির নেতা মনোনীত করেছেন তাদের কাছে ক্ষমা চান তিনি।

গত ৩১ অক্টোবর ছিল ব্রেক্সিটের নির্ধারিত সময়। ওই সময়ে ব্রেক্সিট বাস্তবায়ন করতে না পেরে দুঃখ প্রকাশ করে বরিস জনসন বলেন, ‘খুবই আক্ষেপের বিষয়। যে কেউ আমাদের চুক্তিটা দেখলেই বুঝবেন যে এটা কতটা ভালো।’

নির্দিষ্ট সময়ে ব্রেক্সিট বাস্তবায়ন করতে না পারায় দলীয় নেতাকর্মীদের কাছে ক্ষমা চাইবেন কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই… অবশ্যই। এটি একটা ঘটনা, এটি খুব দুঃখজনক ঘটনা। এখন আমরা কী করতে পারি? আমরা সব দল মিলে ডিসেম্বরের মাঝামাঝি দ্রুত এটি বাস্তবায়ন করতে পারি। যদি সৌভাগ্যবশত আমরা সংখ্যাগরিষ্ঠতা পাই তবে এটি বাস্তবায়নে আমরা কঠোর পরিশ্রম করবো।’

ব্রেক্সিটের নির্ধারিত সময় ৩১ অক্টোবরের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হতো ব্রিটেনকে। কিন্তু ব্রিটিশ সংসদে প্রবল বিরোধিতার মুখে পড়ে চুক্তিহীন ব্রেক্সিট পাস করাতে পারেননি বরিস জনসন। ফলে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় আরও তিন মাস সময় নিয়ে তা ৩১ জানুয়ারি করা হয়েছে।

এদিকে ব্রেক্সিট বাস্তবায়ন হলে মার্কিন-ব্রিটেন বাণিজ্য সম্পর্কের অবনতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রসঙ্গে বরিস জনসন বলেন, ‘কারও মন্তব্য নিয়ে সমালোচনা করতে চাই না। কেউ কেউ এ নিয়ে ভুল বুঝছেন।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877