হাকিকুল ইসলাম খোকন ॥ শোটাইম মিউজিক-এর উদ্যোগে নিউইয়র্কে ঈদ CRUISE PARTY অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯ জুন, রোববার। এদিন বিকাল ৫ টায় ফ্লাশিংয়ের ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনা ঘাট থেকে ছেড়ে যাবে বিলাসবহুল স্কাইলিংক জাহাজ। ইস্ট রিভার হয়ে হার্ডসন ঘুরে স্কাইলিং রাত ১০ টায় আবারো ফিরে আসবে ওয়াল্ডস ফেয়ার মেরিনা ঘাটে। (বাপসনিঊজ)। শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম জানান,রিভার ক্রুজ থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশনায় থাকবেন জনপ্রিয় সংগীতশিল্পী রানো নেওয়াজ, তনিমা হাদী, শাহ মাহবুব, রোকসানা মির্জা ও সেলিম ইব্রাহীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনওআই ইন্স্যুরেন্সের কর্ণধার শাহনেওয়াজ। উদ্বোধন করবেন ডা. চৌধুরী সারওয়ার হাসান এমডি। গ্র্যান্ড স্পন্সর মেগা রিয়েলিটির কর্ণধার মঈনুল ইসলাম। পাওয়ার্ড বাই ক্যাপিটেল কিং ইনভেস্টমেন্ট ইন্টারন্যাশনাল’র রাকিবুল হাসান, রিভার ক্রুজের আহবায়ক গোলাম এন হায়দার মুকুট ও সদস্য সচিব মফিজুল ইসলাম রুমি। রিভার ক্রুজে রয়েছে ডিনার এবং আকর্ষণীয় র্যাফেল ড্র। টিকিট এডাল্ট ৫০ ডলার, ভিআইপি ১০০ ডলার ও চাইল্ড ৩০ ডলার। টিকিট পাওয়া যাবে খামার বাড়ী ও সূচনা গ্রোসারি-ব্রুকলিন, তানিয়া বিউটি সেলুন ব্রঙ্কস, আপনার ফার্মেসি-জ্যামাইকা। র্যাফেল ড’্রতে থাকবে বিমান টিকিট, ল্যাপটপ, আইপড ও এলসিডি টিভি।