রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন

খুলনায় স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন….

খুলনায় স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন….

স্বদেশ ডেস্ক: খুলনায় দিপালী অধিকারী হত্যা মামলায় তার স্বামী কালিপদ অধিকারীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আসামির উপস্থিতিতে বুধবার (২৯ অক্টোবর) বিকেলে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোহা. মহিবুজ্জামান এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত কালিপদ অধিকারী যশোর জেলার অভয়নগর উপজেলার মৃত হরিপদ অধিকারীর ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালে খুলনা নগরের বয়রা ক্রস রোড এলাকার দুলালী বেগমের বাসায় ভাড়া থাকতেন কালিপদ ও তার স্ত্রী দিপালী। দিপালী একটি এনজিওতে কর্মী হিসেবে কাজ করতেন। একই বছরের ১৩ আগস্ট দাম্পত্য কলহের জেরে দিপালীকে হত্যা করে পালিয়ে যান কালিপদ। ১৫ আগস্ট কালিপদর কাছ থেকে ফোন পেয়ে পুলিশের সহায়তায় দিপালীর লাশ উদ্ধার করেন তার ভাই কল্যাণ অধিকারী। এ ঘটনায় কল্যাণ নগরের সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে সোনাডাঙ্গা থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) জিল্লাল হোসেন একই বছরের ৩১ অক্টোবর কালিপদর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার কালিপদকে যাবজ্জীবন কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থদন্ড দেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট ফরিদ আহমেদ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খোরশেদ আলম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877