মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১২:২২ অপরাহ্ন

মেক্সিকোয় বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪১

মেক্সিকোয় বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪১

স্বদেশ ডেস্ক:

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ৪৮ জন যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। তাবাসকো রাজ্য সরকার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় ভোরে ছোট শহর এসকারসেগার কাছে দুর্ঘটনাটি ঘটে। রাজ্য সরকার জানিয়েছে, এখনো উদ্ধারকাজ চলছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেইলার ট্রাকের সংঘর্ষের পর ৩৮ জন মারা যান। বাসটির দুই চালক এবং ট্রাকটির চালকও নিহত হয়েছেন। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়।

রয়টার্সের ছবিগুলোতে দেখা গেছে, বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। শুধু এর ধাতুর কাঠামোটি রয়েছে। ট্যুরস অ্যাকোস্তা জানিয়েছে, বাসটি কানকুন থেকে তাবাসকো যাচ্ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক তাবাসকোর নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, এখন পর্যন্ত শুধু ১৮টি খুলি নিশ্চিত করা গেছে, আরও অনেক বেশি নিখোঁজ রয়েছে।

ফেসবুকে করা এক পোস্টে ট্যুরস অ্যাকোস্তা ‘যা ঘটেছে তার জন্য (তারা) গভীরভাবে দুঃখিত’ বলে জানিয়েছে। প্রকৃতপক্ষে কী ঘটেছে আর বাসটি গতি সীমা মেনে চালানো হচ্ছিল কি না, তা বের করতে কর্তৃপক্ষের সঙ্গে তারাও কাজ করছে বলে জানিয়েছে।

তাবাসকো রাজ্য সরকার জানিয়েছে, যারা নিহত হয়েছেন তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877