মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন

আজ নির্বাচন কমিশনে যাচ্ছে বিএনপি

আজ নির্বাচন কমিশনে যাচ্ছে বিএনপি

স্বদেশ ডেস্ক:

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে জানতে আজ রোববার বিকালে নির্বাচন কমিশনের যাচ্ছে বিএনপি। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের সদস্যের প্রতিনিধি দল আগারগাঁও নির্বাচন ভবনে যাবেন।

গত ২১ নভেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএম এম নাসির উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠনের পর এটি বিএনপির প্রথম বৈঠক।

বিএনপি এ বছরের মাঝামাঝিতে জাতীয় সংসদ নির্বাচন চায়। এরই মধ্যে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জনমত গড়ে তুলতে বিএনপি সারাদেশে ৬৪টি সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। তার অংশ হিসেবে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসতে যাচ্ছে।

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পরদিন অর্থাৎ সোমবার বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877