বুধবার, ২১ মে ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন

চীনে ভূমিধসে নিখোঁজ ২৯

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

‍স্বদেশ ডেস্ক:

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভূমিধসে শনিবার নিখোঁজ হয়েছেন ২৯ জন।

রোববার এক সংবাদ সম্মেলনে দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানায়।

স্থানীয় সময় শনিবার সকাল ১১টা ৫০ মিনিটে ইবিন শহরের জুনলিয়ান কাউন্টির জিনপিং গ্রামে এই ভূমিধস ঘটে।

কর্তৃপক্ষ বলছে, নিখোঁজদের সংখ্যা যাচাই করা হচ্ছে। শনিবার মধ্যরাত পর্যন্ত ভূমিধসে ১০টি আবাসিক বাড়ি ও একটি উৎপাদন কারখানা ভবন চাপা পড়েছে।

গুরুতর ও একজন সামান্য আহত ব্যক্তিকে উদ্ধার করে জুনলিয়ানের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

অবিরাম বৃষ্টিপাত এবং ভূতাত্ত্বিক অবস্থার কারণে, উঁচু স্থানের ধ্বংসাবশেষ গড়িয়ে স্রোতে রূপান্তরিত হয়েছে। এই ধ্বংসাবশেষের ঢল প্রায় ১ দশমিক ২ কিলোমিটার পর্যন্ত ছড়িয়েছে। এটির মোট আয়তন ১ লাখ ঘনমিটারেরও বেশি।

ভূমিধসের আকার প্রায় ১০ থেকে ২০ মিটার পুরু এবং প্রায় ১০০ মিটার চওড়া। ভূমিধস এখনো অব্যাহত রয়েছে।

সিচুয়ানে সামরিক বাহিনী, সশস্ত্র পুলিশ, অগ্নিনির্বাপক, জরুরি উদ্ধারকর্মী, পরিবহন, চিকিৎসা, টেলিযোগাযোগ এবং অন্যান্য বাহিনীর ৯৪৯ জন কর্মীকে উদ্ধার প্রচেষ্টা পরিচালনা বা সহায়তা কার্যক্রমে নিয়োজিত করা হয়েছে।

এছাড়াও উদ্ধার মূল্যায়ন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং জরুরি তদন্তে ইঞ্জিনিয়ারিং উদ্ধার সরঞ্জাম এবং জরুরি সামগ্রী পাঠানো হয়েছে।

২০০ জনেরও বেশি দুর্গতকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে এবং ১৫৫ জনকে জুনলিয়ানের একটি স্কুলের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পুনর্বাসন করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ ৩০টি জরুরি জেনারেটর, ১০০টি সুতির তাঁবু, ৪০০ শয্যা এবং ১ হাজার ১০০ কুইল্ট মোতায়েন করেছে- যাতে খাদ্য, আশ্রয় এবং গরম করার মতো প্রয়োজনীয় চাহিদা নিশ্চিত করা যায়। অবশিষ্ট ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবদের থাকার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে।

চলমান তাপমাত্রা হ্রাস, অবিরাম বৃষ্টিপাত এবং ভূমিধসের পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় কর্তৃপক্ষ জিনপিং গ্রাম এবং আশেপাশের অঞ্চলে বিপদজনক অঞ্চল নির্ধারণ করেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসের উভয় পাশের পাহাড়ি ঢালের বিষয়ে রিয়েল-টাইম পর্যবেক্ষণও বাস্তবায়ন করা হয়েছে। ছোট আকারের বিপর্যয় রোধ এবং চলমান উদ্ধার অভিযানের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সরিয়ে নেওয়ার রুট এবং সংকেত রয়েছে।
সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ