বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ড উরন্ত সূচনা করেছে। সাবধানী শুরুর পর রানের গতি বাড়িয়েছেন দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। ১০ ওভারে দলকে নিয়ে গেছেন ৭০ রানে। প্রথম পাঁচ ওভার ব্যাটসম্যানদের চেপে ধরেছিলেন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা। দিয়েছিলেন মাত্র ১৫ রান।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ ওভারে ইংল্যান্ড করেছে ৭৬ রান। ক্রিজে আছেন জেসন রয় ও জনি বেয়ারস্টো। রয় করেছেন ৩৬ বলে ৪০ রান। অন্য প্রান্তে জনি বেয়ারস্টো ৩১ বলে খেলে করেছেন ৩৪ রান।
এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক। আজকের ম্যাচে বাংলাদেশ একই একাদশ নিয়ে খেলছে। অন্যদিকে একটি পরিবর্তন নিয়ে খেলছে ইংল্যান্ড। লিয়াম প্লানকেটকে ফিরিয়ে পেসে বাড়িয়েছে শক্তি। বাদ পড়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার মইন আলি।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ:
ওয়েন মর্গ্যান, লিয়াম প্লানকেট, জনি বেয়ারস্টো, জস বাটলার, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, জফরা আর্চার, ক্রিস ওকস, মার্ক উড।