বিনোদন ডেস্ক:
কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমিন। অনেকদিন পর অডিও’র জন্য নতুন একটি গানে কণ্ঠ দিলেন। গানটির কথা লিখেছেন এ মিজান। জিয়া খানের সুর ও সংগীতে সম্প্রতি মগবাজার দিলু রোডের একটি স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন গানের পাখি সাবিনা ইয়াসমিন। শিগগিরই গানটি দেশের একটি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হবে।
গানটি সম্পর্কে সাবিনা ইয়াসমিন বলেন, ‘গানের কথা খুব সুন্দর। সুন্দর কথার সাথে মিল রেখে জিয়া খান ভালো সুর করেছেন। অনেকদিন পর মনের মতো একটি গান গাইলাম। আশা করি গানটি সব ধরনের শ্রোতাদের ভালো লাগবে।’
এ মিজান বলেন, ‘শ্রদ্ধেয় সাবিনা আপার মতো একজন কিংবদন্তীর সাথে কাজ করতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমি সৌভাগ্যবান বলেই তার জন্য গান লেখার সুযোগ হয়েছে। জিয়া ভাই সুন্দর সুর করেছেন। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।’
জিয়া খান বলেন, ‘সাবিনা আপার জন্য গান করেছি এর চেয়ে সুন্দর অনুভূতি আর কি হতে পারে। এ মিজান ভালো লিখেছেন। সব মিলিয়ে গানটি সবার ভালো লাগবে।’